Howrah

Mar 28 2023, 10:47

*১ কোটি টাকা জরিমানা আদায় করল সাঁতরাগাছি স্টেশনের টিকিট পরীক্ষক*

হাওড়া: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিসনে সাতরাগাছি স্টেশনের কার্যরত টিকিট চেকিং স্টাফ পি কে দাস ২০২৩ চলতি বছরে ২৬ মার্চ পর্যন্ত এক কোটি টাকা বিনা টিকিট যাত্রা করার যাত্রীদের থেকে ফাইন করে রেলের খাতায় জমা করেছেন ।তার জন্য খড়গপুর ডিভিজন সিনিয়র ডিসিএম রাকেশ কুমার তাকে তার কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, পিকে দাস প্রায় ৩০৪ দিন কাজ করে ১১ হাজার ৮১৬ টি বেআইনিভাবে বিনা টিকিট যাত্রা করার যাত্রীদের কাছ থেকে এক কোটি বাইশ হাজার ২ ৭০ টাকা আদায় করে দক্ষিণ পূর্ব রেলের খাতায় জমা করেছেন। রাকেশ কুমার আরো জানান, গত বছরের এই ডিভিশনের তুলনায় এইবার ৪২১ পারসেন্ট বেশি আয় হয়েছে ।তার জন্য তাকে সম্মান জানানো হয়েছে।

Howrah

Mar 28 2023, 09:22

*গঙ্গার ঘাটে ২ নাবালকের দেহ উদ্ধার*


হাওড়া: সাকরাইল থানার অন্তর্গত পাঁচপাড়া গঙ্গার ঘাটে দুই নাবালকের দেহ উদ্ধার।দুজনের বয়স অনুমানিক এগারো থেকে বারো বছর।পরিচয় পাওয়া যায়নি।একজনের পরনে ছিল কালো রঙের হাফ প্যান্ট।অন্যজনের সাদা রঙের।গায়ে কিছুই ছিল না।ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ।দুজনের ছবি পাঠানো হয়েছে বিভিন্ন থানাতে।কিভাবে দুজন নাবালকের দেহ একইসাথে গঙ্গায় ভেসে এল তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

Howrah

Mar 28 2023, 08:25

*রাষ্ট্রপতির পরির্দশনের আগে নিরাপত্তায় ঘেরা বেলুড় মঠ*

বেলুড় মঠ পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।পরিদর্শনের আগে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই হাওড়া সিটি পুলিশের নগরপাল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা প্রস্তুতি পরিদর্শনে।সম্ভবত সকাল নটা নাগাদ বেলুড় মঠে প্রবেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনেই বেলুড় মঠে আশা। জানা যাচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূল মন্দির, মা সারদা দেবীর মন্দির সহ স্বামীজি ও ব্রহ্মান্দজীর মন্দির পরিদর্শন।পাশাপাশি অধ্যক্ষ মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করা সম্ভাবনা রয়েছে।

সকাল ন'টা থেকে সাড়ে নটা পর্যন্ত মঠেই থাকার কথা রাষ্ট্রপতির এরপর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাষ্ট্রপতির বেলুড় মঠ সফরের আগেই বালি বেলুড় অঞ্চল সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

Howrah

Mar 27 2023, 20:07

*বাসিন্দাদের বিরুদ্ধে তিনটি সারমেয়কে হত্যার অভিযোগ*

সারমেয় হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায়।

একটি সারমেয়র মুখ ও পা বাঁধা মৃতদেহ উদ্ধার। সারমেয় হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায়।এখানে একটি অভিজাত আবাসনের কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে তিনটি সারমেয়কে হত্যার অভিযোগ ওঠে।বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের।তদন্তে পুলিশ। 

    

 হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায় রয়েছে রবীন্দ্র নগর কমপ্লেক্স।এখানে সাতটি রাস্তার সারমেয় থাকতো দীর্ঘদিন ধরে।যারমধ্যে তিনটি সারমেয়কে গত পরশু থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।আবাসনের অধিকাংশ বাসিন্দা ও পশুপ্রেমীরা খোঁজাখুঁজি শুরু করে।আজ দুপুরে ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে ঝোপ থেকে একটি সারমেয়র মৃতদেহ পাওয়া যায়।যার পা ও মুখ বাঁধা ছিলো।

এঘটনায় চাঞ্চল্য ছড়ায়।পশু প্রেমী সব্যসাচী চক্রবর্তী জানান পূর্ব পরিকল্পিতভাবে সারমেয়টি খুন করা হয়েছে।আবাসনের মধ্যে সারমেয়গুলি খুন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।কয়েকজন আবাসিক এই ঘটনায় যুক্ত।ঘটনার সময় আবাসনের সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিলো।বি গার্ডেন থানায় এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।আজ সন্ধ্যায় পুলিশ তদন্ত করতে আবাসনে আসে।অবশ্য যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পাওয়া যায়নি।আবাসনের লোলিত টেমপারিয়া জানান অত্যন্ত নিন্দনীয় ঘটনা।পুলিশ সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক এটাই তাদের দাবী।

Howrah

Mar 27 2023, 16:26

*রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ*

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। আজ দুপুরে জেলাশাসকের বাংলার কাছে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে রাফ এবং পুলিশ। 

ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে রাখে।বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকে এগোতে গেলে পুলিশের সাথে বচসা শুরু হয়।ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে।কয়েকজন প্রতিনিধি জেলা শাসক অফিসে ডেপুটেশন জমা দেন।

Howrah

Mar 27 2023, 15:38

*চোয়াল ফুঁড়ে ঢুকে গেছিলো রড, প্রাণে বাঁচলো শিশু*

চোয়াল ফুঁড়ে ঢুকে গেছিলো রড।প্রায় পাঁচ ঘণ্টা সেই রড আটকে ছিলো এক বালকের মুখে।জটিল অস্ত্রপচার করে ওই বালকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা।

        

হাওড়ার বাকসারা এলাকার বাদিন্দা আদিত্য শর্মা(১১)।সপ্তম শ্রেণীর ছাত্র।গত আঠারো তারিখ বাড়ির সামনে ফুটবল খেলছিলো।সেই বল চলে যায় মাঠ সংলগ্ন পার্কে।বল আনতে গিয়ে পার্কের লোহার রেলিং টপকাতে গিয়ে পড়ে যায়।তখনই রেলিংয়ে বেরিয়ে থাকা রড তার চোয়াল ফুঁড়ে ঢুকে যায়।আদিত্যর মা গীতা শর্মা জানান ওই অবস্থায় তার ছেলে প্রায় এক ঘন্টার বেশী সময় ছিলো।

প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো।এরপর লোহার রড কেটে আদিত্যকে নিয়ে আসা হয় নারায়না সুপার স্পেশ্যালিটি হসপিটালে।বাঁচার আশা প্রায় ছিলো না।চিকিৎসক(ম্যাক্স জিলো ফেসিয়াল সার্জেন) রামানুজ ঘোষ জানান সঙ্গে সঙ্গে তারা মেডিকেল বোর্ড তৈরি করেন।প্রাণহানির আশংকা ছিলো।কারন যেভাবে রড ঢুকেছিলো তা শ্বাসনালিতে আটকে যেতে পারতো।প্রায় তিন ঘন্টা জটিল অস্ত্রপচার করে রড বের করা হয়।হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আদিত্য জানায় এখন সে অনেকটাই সুস্থ।চিকিৎসকেরা জানান এখন পুরোপুরি বিপদমুক্ত আদিত্য।হাসপাতাল ও চিকিৎসকদের ভূমিকায় খুশি পরিবার।

বাইট..১..রামানুজ ঘোষ(চিকিৎসক)

২..গীতা শর্মা(মা)

৩..আদিত্য শর্মা(রোগী)

Howrah

Mar 26 2023, 18:40

*রাহুল গান্ধী ইস্যুতে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচী*

হাওড়া:হাওড়া ময়দানে হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন কংগ্রেস কর্মীরা।এদিন অবস্থান স্থল থেকে বিজেপি বিরোধী জোটের আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সম্পাদক সন্দীপ জয়শোয়াল।কংগ্রেস নেতা দীপক ব্যানার্জি বলেন, "চোরদের চোর বলার অপরাধে চক্রান্ত করে সাজা দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে।

আদালত ৩০ দিন সময় দিলেও তাকে সুযোগ না দিয়ে ২৪ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। এটা একটা চক্রান্ত বলে তারা মনে করছেন"।

Howrah

Mar 26 2023, 12:46

*রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ কোনা এক্সপ্রেসওয়েতে*

হাওড়া: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কান্ড কোনা এক্সপ্রেসওয়ের বেতড় মোড়ে। পুলিশের সাথে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের।

রাহুল গান্ধী ইস্যুতে দক্ষিণ হাওড়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা হয় বেতড় মোড়ে। সেখানে সভা চলাকালীন কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করার জন্য কোনা এক্সপ্রেসওয়ের ওপরে জমায়েত হওয়া মাত্রই উপস্থিত চ্যাটার্জীহাট থানার পুলিশের মুখোমুখি হতে হয় আন্দোলনকারীদের।

অভিযোগ পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয় এবং তাদের হাত থেকে কুশপুতুল কেড়ে নেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বেধে যায় কিনা এক্সপ্রেসওয়ের ওপরে। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীরা সেই কুশপুতুল ছিনিয়ে নেয় পুলিশের হাত থেকে। পরবর্তীতে সেই ভাঙাচোরা কুশপুতুল তারা দাহ করেন। পুলিশের হস্তক্ষেপেই কিছুক্ষণ পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Howrah

Mar 26 2023, 12:19

*আজ ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের আপগ্রেডেশনের কাজের জন্য হাওড়া কর্ড লাইন ব্যাহত রেল পরিষেবা*

হাওড়া:ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের আপগ্রেডেশনের কাজের জন্য ব্যাহত রেল পরিষেবা।আজ চব্বিশ ঘন্টার জন্য হাওড়া বর্ধমান কর্ড লাইনে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।পূর্ব রেলের বেলানগর স্টেশনে এই ইন্টারলকিং এর কাজ চলছে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান বরিবার অর্থাৎ ২৬ শে মার্চ এই শাখায় ই এম ইউ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ডানকুনি থেকে বর্ধমান ও হাওড়া থেকে বালি পর্যন্ত কিছু স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে যাত্রীদের সুবিধার্থে।রবিবার জুডিসিয়ারি সার্ভিসের পরীক্ষা রয়েছে।সেকারনে বর্ধমান থেকে সকালে দু জোড়া স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে।সকাল ৮.১০ এবং ৯.১৫ মিনিটে এই ট্রেন ছাড়বে।পরীক্ষার্থীদের সাথে অন্য যাত্রীরা এই ট্রেনে আসতে পারবে।তবে রবিবার ছুটির দিন হওয়ায় সমস্যা কম হবে।কর্ড লাইনে দূরপাল্লার ট্রেন বাতিল হচ্ছে না।কয়েকটি ট্রেন ঘুরপথে চলবে।

Howrah

Mar 24 2023, 20:47

*হাওড়া ডিভিশনে আপগ্রেডেশন কাজের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ*

হাওড়ার বেলানগর স্টেশনে বিদ্যমান ইলেক্ট্রনিক ইন্টারলকিং-বর্ধমান চর্ড সেকশনে প্রতিস্থাপনের জন্য, 23 ঘন্টা (00:30 ঘন্টা থেকে 23:30 ঘন্টা পর্যন্ত) 26.03.2023 (রবিবার) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে৷ ফলস্বরূপ, ট্রেন চলাচলে নিম্নরূপ ব্যবস্থা করা হয়েছে:-

বাতিল :

হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের মাধ্যমে) মধ্যে সমস্ত EMU লোকাল 26.03.2023 তারিখের 00:00 ঘন্টা থেকে 23:59 ঘন্টা পর্যন্ত মূল ভিত্তিতে বাতিল থাকবে৷

বিমুখতা:

12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া – ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, 12321 হাওড়া – মুম্বাই এক্সপ্রেস (26.03.2023 তারিখে সমস্ত যাত্রা শুরু) ব্যান্ডেল – বর্ধমান হয়ে ডাইভার্ট করা হবে।

12346 গুয়াহাটি – হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, 12334 প্রয়াগরাজ রামবাগ – হাওড়া বিভূতি এক্সপ্রেস (সমস্ত যাত্রা 25.03.2023 তারিখে শুরু হচ্ছে) এবং 12340 ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস (26.03.2023 তারিখে যাত্রা শুরু হচ্ছে) বর্ধমান থেকে বর্ধমানে যাত্রা শুরু হবে।

বালি পর্যন্ত মেইন লাইন লোকাল পাওয়া যাবে। অধিকন্তু, যাত্রীদের সুবিধার্থে, ডানকুনি এবং বর্ধমানের মধ্যে চর্ড বিভাগে 08 জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং 02 জোড়া স্পেশাল ট্রেন হাওড়া ও বর্ধমানের মধ্যে চর্ড হয়ে চলবে:-

26.03.2023 তারিখে বিশেষ EMU স্থানীয় :

বর্ধমান - ডানকুনি ইএমইউ স্পেশাল বর্ধমান থেকে ছাড়বে 05:40, 06:50, 07:30, 08:35, 15:25, 16:50, 17:50 এবং 18:45 এ ডানকুনি পৌঁছাতে যথাক্রমে 07:10 ঘন্টা, 08:20 ঘন্টা, 09:00 ঘন্টা, 10:05 ঘন্টা, 16:55 ঘন্টা, 18:20 ঘন্টা, 19:20 ঘন্টা এবং 20:15 ঘন্টা।

ডানকুনি – বর্ধমান ইএমইউ স্পেশাল ডানকুনি থেকে ছাড়বে 07:25 ঘন্টা, 08:35 ঘন্টা, 09:15 ঘন্টা, 10:20 ঘন্টা, 17:10 ঘন্টা, 18:35 ঘন্টা, 19:35 ঘন্টা এবং 20:30 এ বর্ধমান পৌঁছাতে যথাক্রমে 09:25 ঘন্টা, 10:05 ঘন্টা, 10:45 ঘন্টা, 11:50 ঘন্টা, 18:40 ঘন্টা, 20:05 ঘন্টা, 21:05 ঘন্টা এবং 22:00 ঘন্টা।

বর্ধমান – হাওড়া ইএমইউ স্পেশাল (কর্ডের মাধ্যমে) বর্ধমান থেকে ছাড়বে যথাক্রমে 10:15 এবং 11:20 টায় হাওড়া পৌঁছানোর জন্য 08:10 এবং 09:15 টায়।

হাওড়া – বর্ধমান ইএমইউ স্পেশাল (কর্ডের মাধ্যমে)* হাওড়া থেকে 14:45 ঘণ্টা এবং 15:35 মিনিটে বর্ধমান পৌঁছাবে যথাক্রমে 16:50 এবং 17:40 মিনিটে।

যাত্রীদের অসুবিধার জন্ দুঃখিত রয়েছেন রেল কর্তৃপক্ষ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র তিনি জানিয়েছেন।